Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন প্রতিবেদন।

স্বপন কুমার সরকার, উপজেলা সমবায় অফিসার, যশোর কর্তৃক গোধুলী আশ্রয়ন প্রকল্প পরিদর্শন প্রতিবেদন

০১। সাধারন তথ্য :

প্রকল্পের নাম

ইউনিয়ন

উপজেলা

জেলা

গোধুলী আশ্রয়ন পকল্প

জোহরপুর

বাঘারপাড়া

যশোর

০২। পরিদর্শণকারী কর্মকর্তা ও পূর্ববর্তী পরিদর্শন সংক্রান্ত :

নাম ও পদবী

পরিদর্শনের তারিখ

পূর্ববর্তী পরিদর্শনকারীর নাম  ও পদবী

পূর্ববর্তী পরিদর্শনের তারিখ

পূর্ববর্তী পরিদর্শন প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের অবস্থা (সন্তোষজনক/অসন্তষজনক)

স্বপন কুমার সরকার

উপজেলাসমবায় অফিসার

বাঘারপাড়া, যশোর।

০৯/১২/২০১৯

এস এম মঞ্জুরুল হক

জেলা সমবায় অফিসার

যশোর।

০৯/১২/২০১৯

সন্তোষজনক

০৩। প্রকল্প তথ্যাদি :

নির্মিত ব্যারাক সংখ্যা

ব্যারাকের বর্তমান অবস্থা

পূনর্বাসিত পরিবার সংখ্যা

বসবাসরত পরিবার সংখ্যঅ

খালি ইউনিটের সংখ্যা

পুকুর সংখ্যা

পুকুরে মাছ চাষ হয় কি-না

কমিউনিটি সেন্টারের সংখ্যা

কমিউনিটি সেন্টারের ব্যবহার

মন্তব্য

১০

০৩

ভালো

৩০

৩০

-

-

-

০১টি

হচ্ছে

-

০৪। সমবায় সমিতির কারর্য়ক্রম সংক্রান্ত :

সমবায় সমিতির নাম

রেজি: নং

 ও 

তারিখ

সদস্য সংখ্যা

সমিতির শেয়ার

সঞ্চয়

পুরুষ

মহিলা

গত ৩০শে জুন পর্যন্ত শেয়ার

বর্তমান শেয়ার

গত ৩০শে জুন পর্যন্ত সঞ্চয়

বর্তমান সঞ্চয়

গোধুলী আশ্রয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ

৬৩/জে,

১০/৭/০৬

২৩

০৭

১৭৫০/-

১৭৫০/-

৯৩৪২/-

৯৩৪২/-

সমিতির ব্যাংক হিসাবে জমাকৃত টাকার পরিমান (ব্যাংকের ব্যালেন্স দেখে নিশ্চিত হোন)

ব্যবস্থপানা কমিটি গঠনের তারিখ

ব্যবস্থপানা কমিটির সভা নিয়মিত হয় কি-না

ব্যবস্থপানা কমিটির সর্বশেষ সভারতারিখ

সর্বশেষ অডিট তারিখ ও অডিট বছর

বার্ষিক সাধারন সভার তারিখ

১০

১১

১২

১৩

১৪

১৮৪৯১১/-

২৯/৩/২০১৫

না

২১/১২/১৫

২০১৭-২০১৮

হয়নি

০৫। কর্মসংস্থান সংক্রান্ত :

মোট কর্মক্ষম আশ্রয়নবাসী

কর্মসংস্থান (সম্পূর্ণ সময়)

কর্মসংস্থান (খন্ডকালীন)

স্বাবলম্বী পরিবার

পুরুষ

মহিলা

পুরুষ

মহিলা

পুরুষ

মহিলা

পুরুষ

মহিলা

১৫

-

-

১৫

-

-

 

০৬। (ক)ক্ষুদ্র ঋণ :

আবাস থেকে বরাদ্দকৃত ঋণ

বর্তমানে ব্যবহারাধীন ঋণের পরিমান

অবিতরণকৃত ঋণ

পাওনা ঋণের পরিমান

আসল

সাঃ চার্য

২১০০০০/-

২১০০০০/-

                 -

৩৪৮৫০/-

২৭৮৮/-

০৬(খ) ঋণ কার্যক্রম সংক্রান্ত তথ্যাদি :

* ট্রেড

দল সংখ্যা

দলের সদস্য

ঋণ বিতরণ (ক্রমপূঞ্জিত)

পুরুষ

মহিলা

ক্ষুদ্রব্যবসা

১০

৭৮০০০০/-

 

আদায়যোগ্য ঋণ (ক্রমপূঞ্জিত)

ঋণ আদায়(ক্রমপূঞ্জিত)

** চলতি ঋণ (নিয়মিত)

** খেলাপী ঋণ (মেয়াদ উত্তীর্ণ)

আসল

সা:চার্জ

আসল

সা:চার্জ

আসল

সা:চার্জ

আসল

সা:চার্জ

 

 

 

 

 

 

 

 

১০

১১

১২

১৩

৭৮০০০০/-

৬২৪০০/-

৭৪৬৪৪৩/-

৫৯৬৬৪/-

০০

০০

৩৪২০৫/-

২৭৪৬/-

  •  

** চলতি ঋণ ও খেলাপী ঋণ মিলে ৬(ক) ৪ নং কলামে ছকে মোট পাওনা ঋণ হবে।

০৬। (গ) দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নাম ও পদবী :

০৬। (ঘ) ঋণ কার্যক্রম সংক্রান্ত অন্যাণ্য তথ্যাদি :

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা গত ০৬ মাসে কতবার প্রকল্পে গিয়েছেন

গত ০৬ মাসে আদায়কৃত ঋণের পরিমান কত টাকা?

ঋণ খেলাপীর কারন কি?কি?

খেলাপী ঋণ আদায়ে গৃহীত কার্যক্রম

  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আর্থিক সংকট,প্রাকৃতিক দুযোর্গ,কর্মসংস্থানের অভাব ও ব্যক্তিগত অনিহা।

উঠান বৈঠকের মাধ্যমে ঋন আদায়ের চেস্টা অবহত আছে।

০৬। (ঙ) আদায়কৃত ঋণ ও সার্ভিস চার্জ ব্যাংকে জমা সংক্রান্ত :

আদায়কৃত ঋণ ও সার্ভিস চার্জ ব্যাংক হিসাবে জমা হচ্ছে কি-না

  •  

পরিদর্শনের তারিখে ব্যাংক ব্যালান্স

(ব্যাংকের ব্যালান্স সার্টিফিকেট এর সাথে ঋপজেলা সমবায় অফিসে রক্ষিত হিসাব মিলিয়ে নিন)

ব্যক্তি ২%

সমিতি ৩%

আবাস ৩%

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

     *  আদায়কৃত সার্ভিজ চার্জ এর বন্টন।

০৭। সেবা প্রদানকারী কোন কোন বিভাগ প্রকল্পটি পরিদর্শন করেছেন ?

০৮। সমিতির রেকর্ড পত্র সংক্রান্ত তথ্যাদি :

ব্যবহৃত রেজিস্টার সংখ্যা

হালনাগাদ লিখিত রেজিস্টার সংখ্যা

০৪টি

০৪টি

০৯। পরিদর্শনের সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ :

সুপারিশ

ব্যবস্থা গ্রহণের দায়িত্ব

নিয়মিত শেয়ার ,সঞ্চয় ও ঋনের কিস্তি আদায় করতে হবে।

 

খেলাপী ঋন আদায় পুর্বক পরিশোধ নিশ্চিত করতে হবে।

 

আশ্রয়নে বসবাসকারী ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার বিষয়টি নিশ্চত করতে হব।

 

 

 

  • প্রকল্পের সার্বিক অবস্থার উপর সুপারিশ প্রদান করতে হবে। কোন সমস্যা পরিলক্ষিত হলে তা সুনির্দিষ্টভাবে ঋণ উল্লেখ করে সুপারিশ প্রণয়ন করতে হবে এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী  কর্মকর্তাসহ প্রদত্ত সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে পরিদর্শন প্রতিবেদনের কপি প্রান করতে হবে।

 

 

(স্বপন কুমার সরকার)

উপজেলা সমবায় অফিসার

বাঘারপাড়া, যশোর

                                                                                                                    ফোন: ০৪২২৩-৫৬০৬৬

স্মারক নং ৪৭.৬১.৪১০০.০০০.৩৪.০০১.১৮.                                                                তারিখ : ৩১/১২/২০১৯

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রেরণ করা হল ।

১। সভাপতি/ সম্পাদক, গোধুলী  আবাসন বহুমুখী সমবায় সমিতি লি: বাঘারপাড়া, যশোর। তাঁকে ১৫ দিনের মধ্যে সংশোধনী প্রতিবেদন দাখিলের জন্য বলা  হল ।

 ২। জেলা সমবায় অফিসার, যশোর।

 

উপজেলা সমবায় অফিসার

     বাঘারপাড়া, যশোর