Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাঘারপাড়া উপজেলাধীন আদর্শ/মডেল সমবায় সমিতি

উপজেলা সমবায় কার্যালয় বাঘারপাড়া, যশোর এর অধীন একটি আদর্শ/মডেল সমবায় সমিতির তথ্যঃ

 

সমিতির নামঃ বুড়িভৈরব সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

নিবন্ধন নং ও তারিখঃ মূলঃ ১৯/জে, তারিখঃ ২৪/০১/২০১২খ্রিঃ।

সংশোধিতঃ ০৯/জে, তারিখঃ ০১/৭/২০১৫খ্রিঃ।

সমিতির ঠিকানাঃ- গ্রামঃ আলাদিপুর, ডাকঃ বসুন্দিয়া, উপজেলা বাঘারপাড়া, জেলা-যশোর।

 

ক্রঃনং

উপজেলার নাম

পর্যায় ক্রমিক পদক্ষেপের বিবরণ/মাইলস্টোন

কার্যক্রমের বিস্তারিত বিবরণ

ফলাফল

বাঘারপাড়া

ক) সাংগঠনিক ভিত্তি

 

বলিষ্ঠ ব্যবস্থাপনা কমিটি

১। নিয়মিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান

১। নিয়মিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২। অংশ গ্রহন মূলক বার্ষিক সাধারণসভা

২। অংশগ্রহন মূলক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৩। ব্যবস্থাপনা কমিটির সভা নিয়মিত অনুষ্ঠান

৩। ব্যবস্থাপনা কমিটির সভা প্রতি মাসে একটি অনুষ্ঠিত হয়।

৪। সভার কার্য বিবরণী লিপিবদ্ধ করন

৪। সভার কাযৃবিবরণী লিপিবদ্ধ করা হয়।

৫। সভায় গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়ন

৫। সভায় গৃহীত সিদ্ধান্ত সমুহ বাস্তবায়ন করা হয়।

৬। নারী সদস্যদের অংশ গ্রহন

৬। সমিতিতে নারী সদস্য আছে।

৭। সম্পদের ঘোষনা

৭। ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সম্পদের হিসাব পাওয়া যায়নি।

 

গনতান্ত্রিক ব্যবস্থা

১। নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি

১। সমিতিতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

নিয়মিত নিরীক্ষা সম্পাদন

১। প্র্র্রতি বছর নিয়মিত নিরীক্ষা সম্পাদন

সমিতির সহযোগীতায় নিরীক্ষা সম্পাদন করা হয়েছে।

 

কাঠামোগত বৈশিষ্ট

১। সমিতির নিজস্ব ভিষন ও মিশন বিদ্যমান

১। সমিতির সদস্যদের আর্থসামাজিক  অবস্থা ও জীবন মান উন্নয়ন করা।

২। বাজেট প্রনয়ন ও তদারকির ব্যবস্থা

২। সমিতির বার্ষিক সাধারণ সভায় বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়েছে।

৩। সমিতির কার্যালয় বিদ্যমান

৩। সমিতির কার্যালয় বিদ্যমান আছে।

৪। ব্যাংক হিসাব বিদ্যমান

৪। সমিতির নামে সোনালী ব্যাংক বসুন্দিয়া শাখায় হিসাব নং- ২৩০৫১৩৩০০১৭৭২ খোলা আছে এবং নিয়মিত লেনদেন হচ্ছে।

৫। হিসাব বিবরনী হানাগাদ করন

৫। সমিতির হিসাব বিবরণী হালনাগাদ আছে।

৬। অফিস ব্যবস্থাপক

৬। অফিস ব্যবস্থাপক নাই সমিতির ব্যবস্থাপনা কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে।

৭। সমিতির সাইনবোড বিদ্যমান

৭। সমিতির সাইনবোড বিদ্যমান আছে।

৮। নারী সদস্য

৮। সমিতিতে নারী সদস্য আছে।

৯। চাকুরী বিধি

৯। সমিতিতে চাকুরীবিধি নাই

১০। সমিতির সীলমোহর

১০। সমিতির সীলমোহর আছে।

 

খ) অর্থনৈতিক ভিত্তি

মূলধন গঠন

১। শেয়ার মূলধন আদায়

১। শেযার মূলধন আদায় হয়েছে।

২। সঞ্চয় আমানত আদায়

২। সদস্যদের কাছ থেকে নিয়মিত সঞ্চয় আমানত আদায় করা হয়।

৩। সংরক্ষিত ও অনান্য তহবিল গঠন

৩। সমবায় সমিতি আইন ও বিধিমালা মোতাবেক সমিতিতে  সংরক্ষিত ও অনান্য তহবিল গঠন করা হয়েছে।

 

ঋণ কার্যক্রম

১। ঋণ কার্যক্রম পরিস্থিতি

১। সমবায় সমিতি আইন বিধিমালা মোতাবেক সমতিতে ঋণকার্যক্রম চলমান আছে।

২। ঋণ আদায় পরিস্থিতি

২। সমিতিতে নিয়মিত ঋণ আদায় হয়।

৩। গৃহীত ঋণ পরিস্থিতি

৩। সমিতি কোন সংস্থা হতে ঋণ গ্রহন করেনি।

 

নীট লাভ ও অনান্য

১। হাতে নগদ স্থিতি

১। হাতে নগদ স্থিতি নাই ব্যাংক গচ্ছিত আছে।

২। নীট লাভ

২। সমিতিতে নীট লাভ অর্জিত হচ্ছে।

৩। তারল্য সংরক্ষণ

৩। আইন বিধি মোতাবেক সমিতিতে তারল্য সংরক্ষণ হচ্ছে না।

৪। লভ্যাংশ বিতরণ

৪। সমিতিতে লভ্যাংশ বিতরন করা হয়েছে।

৫। অভ্যন্তরীন নিরীক্ষা

৫। অভ্যন্তরীন নিরীক্ষা হয়নি।

 

 

 

 

আইন ও বিধির প্রতিপালন

সমিতির কার্যক্রম আইনানুগ ভাবে পরিচালনা করা

১। সমবায় সমিতি আইন, বিধিমালা, উপ-আইন, সার্কুলারসহ আদেশ নিদের্শ  প্রতিপালন/অনুসরণ

১। সমবায় সমিতি আইন, বিধিমালা, উপ-আইন, সার্কুলারসহ আদেশ নিদের্শ  প্রতিপালন/অনুসরণ করা হয়ে থাকে।

২। নিরীক্ষা সম্পাদন

২। সমিতির নিরীক্ষা সম্পাদন করা হয়ে থাকে

৩। নির্বাচন অনুষ্ঠান

৩। সমিতিতে ২৮/১২/২০১৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

৪। ঋণ কার্যক্রম পরিচালনা করা

৪। সমিতিতে সদস্যদের মধ্যে ঋণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

৫। অডিট সেস পরিশোধ

৫। ধার্যকৃত অডিট সেস পরিশোধ করা হয়েছে।

৬। সিডিএফ পরিশোধ

৬। ধার্যকৃত সিডিএফ পরিশোধকরা হয়েছে।

৭। নিরীক্ষা প্রতিবেদনের মন্তব্য প্রতিপালন

৭। নিরীক্ষা প্রতিবেদনের মন্তব্য মোটামুটি প্রতিপালন করা হয়।

 

প্রশিক্ষিত সদস্য

১। প্রশিক্ষিত ব্যবস্থাপনা কমিটি

১।ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য প্রশিক্ষণ গ্রহন করেনি।

২। সমতিরি সকল সদস্য প্রশিক্ষণ গ্রহন করেছেন

২। সমিতির অন্তত ২০% সদস্র প্রশিক্ষণ গ্রহন করেছে।

১০

 

প্রশিক্ষণ কার্যক্রম গ্রহন

১। সদস্যদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ প্রদান

১। সদস্যদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ প্রদান করা হয়নি।

১১

 

উন্নয়ন/সম্প্রসারণমূলক কার্যক্রমের উদ্যোগ গ্রহন

 

উন্নয়ন পরিকল্পনা গ্রহন

১। সমিতির উন্নয়ন কর্মসূচী

১। সমিতির উন্নয়ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।

 

 

২। সাধারণ সদস্যদের উন্নয়ন কর্মসূচী

২। সমিতির সাধারণ সদস্যদের অথৃনৈতিক উন্নয়ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।

১২

 

সামাজিক অঙ্গীকার

প্রতিপালন

১। সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা

১। পরিবেশ ও প্রতিবেশ উন্নয়ন/ নারীর ক্ষমতায়ন/ শিক্ষা স্বাস্থ ও সেবা মূলক সামাজিক কর্মসূচীতে সমিতির সংশ্লিষ্ঠতা আছে।

২। তথ্য প্রযুক্তির ব্যবহার

২। প্রচারে তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয়।

১৩

 

অনান্য প্রতিষ্ঠানের সাথে সংযোগ তৈরী

 

সংশ্লিষ্ঠ সমবায় অফিসারের সাথে সংযোগ তৈরী

১। জেলা/উপজেলা সমবায় অফিসারের সাথে যোগাযোগ

১। সমিতি সর্বদা জেলা/উপজেলা সমবায় অফিসারের সাথে যোগাযোগ রক্ষা করে।

১৪

 

স্থানীয় প্রশাসনের সাথে সংযোগ তৈরী

১। জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সংযোগ তৈরী

১। সমিতি সর্বদা জেলা/উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করে।

১৫

 

আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ তৈরী

১। আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ তৈরী

১। আর্থিক প্রতিষ্ঠানের সাথে সু-সম্পর্ক বিদ্যমান আছে।