Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Meeting on awards in 2021 in the light of National Cooperative Awards Policy 2011
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা সমবায় কার্যালয়

বাঘারপাড়া, যশোর।

 

স্মারক নং- 47.61.4109.000.23.01.13.71(7)                                                                   তারিখঃ03/7/2022খ্রিঃ

 

সভার নোটিশ

 

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় সমবায় পুরষ্কার নীতিমালা ‌‌‘2011 এর আলোকে 2021 সালের বাঘারপাড়া উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ী বাছাইয়ের লক্ষ্যে উপজেলা বাছাই কমিটির সভা আগামী 04/7/2022খ্রিঃ তারিখ রোজ সোমবার সকাল 11.00 ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার, বাঘারপাড়া, যশোর মহোদয়ের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

 

উক্ত সভায় সম্মনিত সকল সদস্যবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

 

আলোচ্য সূচিঃ

01। জাতীয় সমবায় পুরষ্কার”2021 এর প্রার্থী মনোনয়ন প্রসংঙ্গে।

02। বিবিধ।

 

 

 

( মোহাঃ মোস্তাফিজুর রহমান )

উপজেলা সমবায় অফিসার

বাঘারপাড়া, যশোর।

ই-মেইল: uco.bagharpara@gmail.com

বিতরণঃ

01। উপজেলা কৃষি কর্মকর্তা,বাঘারপাড়া, যশোর।

02। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,বাঘারপাড়া, যশোর।

03। উপজেলা মৎস্য কর্মকর্তা,বাঘারপাড়া, যশোর।

04। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,বাঘারপাড়া, যশোর।

05। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,বাঘারপাড়া, যশোর।

06। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা,বাঘারপাড়া, যশোর।

07। সভাপতি, বাঘারপাড়া ইউসিসিএলিঃ,বাঘারপাড়া, যশোর।

 

স্মারক নং-47.61.4109.000.23.01.13.71(7)/1(2)                                                             তারিখঃ03/7/2022খ্রিঃ

 

সদয় জ্ঞাতার্থে কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলো

01। উপজেলা নির্বাহী অফিসার, বাঘারপাড়া, যশোর।

02। জেলা সমবায় অফিসার, যশোর।

 

 

উপজেলা সমবায় অফিসার

বাঘারপাড়া, যশোর।

 

 

Attachments
Publish Date
03/07/2022